নির্মিত হতে যাচ্ছে ‘দম’ নামের একটি নতুন চলচ্চিত্র। আর এ ছবিটিতে অভিনয় করবেন দুই নায়িকা পরী মণি ও এমি। ছবিটি পরিচালনা করছেন শাহ আলম মণ্ডল।
ছবিটি সম্পর্কে পরিচালক শাহ আলম মণ্ডল বলেন, ‘আগামী বছর শুরু করব নতুন ছবি ‘দম’। একেবারেই নতুন ধরনের একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করব। এরই মধ্য ছবির গল্প রেডি করছি। হাতের দুই ছবি প্রায় শেষ পর্যায়ে। আশা করি নতুন ছবিটি দর্শকদের ভালো লাগবে।’
‘দম’ ছবির শিল্পীদের ব্যাপারে জানতে চাইলে শাহ আলম বলেন, ‘আমার প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল নায়িকা পরী মণির। দ্বিতীয় ছবিতেও তাকে নিয়ে কাজ করেছি। আবার ‘সাদাকালো প্রেম’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নায়িকা এমির। এই দুজনই আমার কাছে মেয়ের মতো। তারাও আমাকে বাবা বলে ডাকে, বাবার মতো সম্মান করে। আমার এই দুই মেয়েকে নিয়েই ছবিটি করার চিন্তা রয়েছে। তবে নায়ক হিসেকে কে কাজ করবেন সেটি এখনো ঠিক হয়নি।’
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে শাহ আলম জানান, ‘আমরা বর্তমানে ‘আপন মানুষ’ ছবির গানের শুটিং করছি কক্সবাজার। আগামী দুদিন শুটিং হলেই ছবির কাজ শেষ হবে। ছবির সেন্সর আগেই করা ছিল। এখন শুধু গান দুটো সেন্সর করিয়ে নেব। আর আছে নাবগত এমিকে নিয়ে ‘সাদাকালো প্রেম’। ছবির শুটিং প্রায় শেষ। আগামী মাসে সপ্তাহ খানেক শুটিং করলেই ছবির কাজটি শেষ হবে। আশা করি বছরের শুরুতে একটি ছবি মুক্তি দেব।’