অ্যাপলের নিজস্ব ফোন আইফোনের ডিজাইন নকল করায় স্যামসাংয়ের ৫৩৯ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার এক বিচারক এ নির্দেশ দিয়েছেন।
অ্যাপল আর আইফোন যেন সমার্থক শব্দ। বিশ্ববাজারে আইফোনের মতো অত্যাধুনিক স্মার্টফোন এনে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল এই মার্কিন সংস্থা। পিছিয়ে থাকতে চায়নি স্যামসাং। তাই কম দামে আইফোনের মতো একই ফিচারের একের পর এক ফোন বিশ্ববাজারে আনতে শুরু করে এই দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। কথাতেই রয়েছে ‘চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা’। কিন্তু ধরা পড়ে গিয়েছিল স্যামসাং। প্রতিযোগিতার নেশায় অ্যাপলের আইফোনের নকশা নকল করে তারা। ফলও ভুগতে হল তাদের। ক্যালিফোর্নিয়ার আদালতের নির্দেশে অ্যাপলকে এবার ৫৩৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে তাদের। সাতবছরের লড়াইয়ের পরে যুদ্ধ জয়ে যথারীতি খুশি অ্যাপল কর্তৃপক্ষ।
আইফোনের নকশা, ফ্রন্ট ফেসিং রিম, আইওএসের হোম স্ক্রিনের নকশা নকল করার জন্য ২.৫ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে ২০১১ সালে মামলা করে অ্যাপল। ২০১২-তে যা কমে হয়েছিল ১ বিলিয়ন মার্কিন ডলার।