অবশেষে ইউটিউবে অবমুক্ত হলো নায়লা নাঈমের নতুন মিউজিক ভিডিও পাপা চিক চিক। নতুন এই মিউজিক ভিডিওতে গান গেয়েছেন কণ্ঠশিল্পী এইচএম রানা।
তরুণ এই শিল্পী তার দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে আসছেনপাঁচ বছর পর। অ্যালবামটির নাম ‘রানার’। এরই একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী নায়লা নাঈম। গত ২৬-২৭ ডিসেম্বর রাজধানীতে শুটিং হয়েছে মিউজিক ভিডিওটির।
গতকাল রাজধানীর সোনারগাঁও রোডে লেজার ভিশনের অফিসে অনানুষ্ঠানিভাবে অবমুক্ত করা হয় ভিডিওটি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন এইচ এম রানা, নায়লা নাঈম, ডিরেক্টর আশিকসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী, সংগীত সংশ্লিষ্ট ও শুভাকাঙ্ক্ষীরা। মিউজিক ভিডিওর সাথে এসময় অনানুষ্ঠানিক পারফরম করে দেখান শিল্পী রানা নিজেই।