সব অফিস-আদালতে ই-সিগনেচারের বিধান নিশ্চিত করতে হাইকোর্টের রুল। বাংলাদেশের সব অফিস-আদালতে ই-সিগনেচার বা ইলেক্ট্রনিক-সাক্ষর ব্যবহার নিশ্চিত করতে হাইকোর্ট একটি রুল জারি করেছে। এ সঙ্গে, গৃহীত পদক্ষেপসমূহ আগামী ১২ আগস্টের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং সার্টিফিকেট প্রদানকারী নিয়ন্ত্রন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।এ রিটটি দায়ের করেন মানবাধিকার সংগঠন “লয়েল লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট”। ই-স্বাক্ষর চালু হলে স্বাক্ষর অস্বীকার করার সুযোগ থাকবে না; কারণ যিনি স্বাক্ষর করবেন তিনি তার ব্যক্তিগত আইডি থেকে তার স্বাক্ষরটি প্রদান করবেন।
অনলাইন ট্রাঞ্জেকশন ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ই-স্বাক্ষর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ রিটটি দ্বারা অপরাধ বিশেষভাবে কমে যাবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।