জলবায়ু পরিবর্তন, পরিবর্তিত চালচলন এবং খাদ্যাভ্যাসের ফলে পৃথিবীতে নতুন নতুন রোগের দেখা মিলছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভার্চুয়াল দুনিয়ায় অবাধ বিচরণও আমাদের শরীরে ক্ষতিকর অসুখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ব্যাখ্যা হিসেবে সংস্থা জানাচ্ছে, কম্পিউটার বা ভিডিও গেমে তীব্র আসক্তি মানসিক রোগের গুরুতর কারণ বলে প্রমাণ মিলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের International Classification of Disease বা আইসিডি’এর ১১তম সংস্করণে ভিডিও কিংবা অনলাইন গেমকে গুরুতর মানসিক অসুস্থতার কারণ হিসেবে উল্লেখ করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বশেষ আইসিডি তৈরি করে ১৯৯২ সালে। নতুন গাইডলাইনটি প্রকাশ হবে এ বছরই। এ গাইডে বিভিন্ন রোগের কোড, লক্ষণ এবং উপসর্গ সম্পর্কে বিস্তারিত তথ্য থাকে। চিকিৎসক এবং গবেষকরা এটির সঙ্গে মিলিয়ে রোগ নির্ণয়ের চেষ্টা করেন।
গেমিং আসক্তিকে কখন মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে বর্ণনা করা হবে, এর বিস্তারিত থাকছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ গাইডলাইনে। তাতে বলা হয়েছে, ১২ মাস ধরে অস্বাভাবিক গেমিং আসক্তি বা আচরণ দেখা গেলে তা নির্ণয়ের পদক্ষেপ নিতে হবে। তবে কারো কারো ক্ষেত্রে অস্বাভাবিক আচরণের মাত্রা অনেক তীব্র হলে ১২ মাসের আগেই ব্যবস্থা নেওয়া যেতে পারে।